Call Call YouTube WhatsApp Telegram
Our BOOKS All WB Previous Year Questions
Quiz & Mock Test WBP&KP Full Mock Test
Static GK & One-Liners

RECENT

🔎 SEARCH HERE 🔎

২৭/১২/২৪

ডিসেম্বর ২৭, ২০২৪

2025 সালে আগত পশ্চিমবঙ্গের সরকারি কর্মসংস্থানের তালিকা দেখুন।

 ভারতবর্ষে প্রচুর সংখ্যক প্রার্থী প্রতি বছর পশ্চিমবঙ্গ রাজ্য ও কেন্দ্র সরকারি চাকরির যেমন WBCS, WBPSC, SSC CGL, MTS, Post Office, UPSC, Railway, Bank জন্য প্রস্তুতি নিয়ে থাকে। সম্প্রতি WBPSC WBCS, IDO, Assistant Engineer(Civil), Clerkship, Miscellaneous, WEBCSC-এর Clerk, Officer এবং RRB Group D-এ প্রার্থী নিয়োগের জন্য সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই প্রার্থীদের জন্য নিচে বিভিন্ন আসন্ন নিয়োগ সম্পর্কে সন্ধান দেওয়া হয়েছে।

2025 সালে আগত পশ্চিমবঙ্গের সরকারি কর্মসংস্থানের তালিকা দেখুন।




২/১১/২৪

নভেম্বর ০২, ২০২৪

Important dates related one liner for Clerkship Exam 2024.Indian National Movement related question in bengali

 Date related important one liner


নমস্কার বন্ধুরা সোপানএকাডেমীর পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আর মাত্র ১৫ দিন পরেই CLERKSHIP exam অনুষ্ঠিত হতে চলেছে। এই কথা মাথায় রেখে আজ থেকে তোমাদের ইম্পরট্যান্ট অনলাইন আর সিরিজ শুরু করা হলো। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 



✍🇮🇳 জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা🛕🕌
======================================

💠1904 ➔ ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস

💠 1905 ➔ বঙ্গভঙ্গরোধ 

💠 1906 ➔ মুসলিম লীগ প্রতিষ্ঠা

💠 1907 ➔ সুরাট সম্মেলন, কংগ্রেসে বিভক্ত

💠 1909 ➔ মর্লে-মিন্টো সংস্কার

💠 1911 ➔ ব্রিটিশ সম্রাটের দিল্লি দরবার

💠 1916 ➔ হোম রুল লিগ সৃষ্টি
💠 1916 ➔ মুসলিম লীগ-কংগ্রেস চুক্তি (লখনউ চুক্তি)

💠 1917 ➔ মহাত্মা গান্ধীর চম্পারণে আন্দোলন

💠 1919 ➔ রাউলাট আইন

💠 1919 ➔ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড

💠1919 ➔ মন্টাগু-চেমসফোর্ড সংস্কার

💠 1920 ➔ খিলাফত আন্দোলন

💠1920 ➔ অসহযোগ আন্দোলন

💠 1922 ➔ চৌরি-চৌরার ঘটনা

💠1927 ➔ সাইমন কমিশনের নিয়োগ

💠1928 ➔ সাইমন কমিশন ভারতে আসে

💠 1929 ➔ ভগৎ সিং কর্তৃক কেন্দ্রীয় পরিষদে বোমা বিস্ফোরণ।

💠 1929 ➔ কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার দাবি

💠1930 ➔ আইন অমান্য আন্দোলন

💠 1930 ➔ প্রথম গোলটেবিল সম্মেলন

💠 1931 ➔ দ্বিতীয় গোলটেবিল সম্মেলন

💠 1932 ➔ তৃতীয় গোলটেবিল সম্মেলন

💠 1932 ➔ সাম্প্রদায়িক নির্বাচনী ব্যবস্থার ঘোষণা

💠 1932 ➔ পুনা চুক্তি

💠 1942 ➔ ভারত ছাড়ো আন্দোলন

💠 1942 ➔ ক্রিপস মিশনের আগমন

💠 1943 ➔ আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠা

💠 1946 ➔ ক্যাবিনেট মিশনের আগমন

💠 1946 ➔ ভারতীয় গণপরিষদের নির্বাচন

💠 1946 ➔ অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা

💠 1947 ➔ মাউন্টব্যাটেন ভারত ভাগের পরিকল্পনা করেন

💠 1947 ➔ ভারতের স্বাধীনতা অর্জনের জাতীয় আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা



১১/১০/২৪

অক্টোবর ১১, ২০২৪

Wbp Gk science Mock Test

 Online Science Previous year Mock Test 


নমস্কার বন্ধুরা,

সোপান একাডেমির পক্ষ থেকে , তোমাদের জন্য আমরা Online Gk QUIZ এর আয়োজন করে থাকি । এই প্রশ্নগুলি পশ্চিম বাংলার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে , Psc , Wbp , Kp , Wbcs ইত্যাদি অন্যান্য পরীক্ষার জন্য খুবই উপকারী । প্রত্যহ আমরা কুড়িটি করে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো, এই ধরনের মক টেস্ট পর্ব পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও whatsapp গ্রুপে যুক্ত হয়ে যাও ।
Science Mock Test

Science Mock Test



1. নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহঘটিত ধাতু?
(A) তামা
(B) টিন
(C) বক্সাইট
(D) নিকেল
2. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
3. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন?
(A) ইনসুলিন
(B) থাইরক্সিন
(C) ইস্ট্রোজেন
(D) সাইটোকাইনিন
4. মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয়, সেটি হল
(A) রেটিনা বা অক্ষিপট
(B) Pupil বা অক্ষিতারা
(C) Eye lens বা চোখের লেন্স
(D) কর্নিয়া বা অচ্ছোদপটল
5. বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণিকার দ্বারা যে রঙটির অতি সামান্যই বিচ্ছুরণ ঘটে সেটি হল
(A) বেগুনি
(B) সবুজ
(C) হলুদ
(D) লাল
6. মানুষের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হল
(A) অপ্রকৃত এবং উল্টো
(B) প্রকৃত এবং উল্টো
(C) প্রকৃত এবং সিধা
(D) অপ্রকৃত এবং সিধা
7. লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে পাতলা প্রলেপ দেওয়া হয় (গ্যালভানাইজেশন) তা হল
(A) গেলিয়াম
(B) অ্যালুমিনিয়াম
(C) দস্তা
(D) রুপা
8. চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয়
(A) ব্লিচিং পাউডার
(B) বেকিং পাউডার
(C) বেকিং সোডা
(D) কাপড় কাচা সোডা
9. পিছন দিক দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হল
(A) উত্তল আয়না
(B) সমতল আয়না
(C) বেলনাকার আয়না
(D) অবতল আয়না
10. কমলালেবুতে কৃত্রিম সুগন্ধ আনতে ব্যবহার করা হয়
(A) অ্যামাইল অ্যাসিটেট
(B) আইসোঅ্যামাইল ভ্যালিরেট
(C) মিথাইল বিউটিরেট
(D) অক্টাইল অ্যাসিটেট
11. সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয়
(A) অম্লব্যাধি দূরীকরণে
(B) সাবান উৎপাদনের জন্য
(C) পরিষ্কার করার জন্য
(D) ক্ষারযুক্ত ব্যাটারিতে
12. নিম্নলিখিত আয়নাগুলির মধ্যে দন্ত চিকিৎসক কোনটি ব্যবহার করেন দাঁতের সমস্যা সমাধানে?
(A) অ্যামোনিয়াম
(B) ক্লোরাইড
(C) ফ্লুরাইড
(D) নাইট্রেট
13. পানি ফুটন্ত অবস্থায় যে তাপমাত্রায় রূপান্তরিত হয় তা হল
(A) 0°C
(B) 100°C
(C) 50°C
(D) 150°C
14. পেরিস্কোপ কাজ করে কোন প্রতিফলন নীতির উপর?
(A) অভ্যন্তরীণ প্রতিফলন
(B) বহিরাগত প্রতিফলন
(C) কৌণিক প্রতিফলন
(D) দ্বিগুণ প্রতিফলন
15. মহাকর্ষীয় বলের প্রভাবে বস্তুর ওজন হয়
(A) বৃদ্ধি পায়
(B) কমে যায়
(C) অপরিবর্তিত থাকে
(D) শূন্য হয়ে যায়
16. কোনটিতে জল সবচেয়ে বেশি শোষণ ক্ষমতা রাখে?
(A) বালু
(B) কাদা
(C) মাটি
(D) কাগজ
17. সূর্যের আলোতে রংধনুর কতগুলি রঙ দেখতে পাওয়া যায়?
(A) 5
(B) 7
(C) 9
(D) 10
18. আলোর গতি কত?
(A) 3,00,000 কিমি/সেকেন্ড
(B) 1,50,000 কিমি/সেকেন্ড
(C) 2,00,000 কিমি/সেকেন্ড
(D) 4,00,000 কিমি/সেকেন্ড
19. কোনটি আয়নকরণ বিক্রিয়া দ্বারা সংঘটিত হয়?
(A) তাপ
(B) বৃষ্টি
(C) বিদ্যুৎ
(D) চাপ
20. বাতাসের সর্বাধিক গঠন উপাদান হল
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) কার্বন ডাই অক্সাইড
(D) আর্গন

২৮/৯/২৪

সেপ্টেম্বর ২৮, ২০২৪

GENERAL SCIENCE PREVIOUS YEAR MOCK TEST

 WBP PREVIOUS YEAR SCIENCE QUIZ 




 নমস্কার বন্ধুরা


          বর্তমান সময়ে লক্ষাদিক ছাত্র-ছাত্রী বেকারত্বের জালা থেকে মুক্তি পাওয়ার জন্য, এবং তাদের স্বপ্ন পূরণের জন্য বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দিয়েছে । যেমন WBP, KP , WBCS, PSC CLERKSHIP, WBP SI , KP SI , SSC MTS , SSC CGL , সহ আরো অন্যান্য সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। আমরা সোপান একাডেমীর পক্ষ থেকে তোমাদের জন্য বিনামূল্যে General knowledge Mock , Mathematics Mock , General Science , Current affairs এর কুইজ পর্ব নিয়ে আসছি। সামনে আসন্ন সমস্ত চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ধরনের মক টেস্ট গুলি যদি তোমরা প্রতিনিয়ত দিতে থাকো তাহলে তোমাদের General knowledge Part অনেক উন্নত হবে এই আশা রাখি।




Mock Test

Mock Test

2119. কোন গ্রুপের রক্ত সার্বজনীন দাতা?

A
B
AB
O

2120. পিতল হল নিম্নোক্ত ধাতুদ্বয়ের সংকর:

লোহা-তামা
তামা-টিন
তামা-অ্যালুমিনিয়াম
তামা-দস্তা

2121. একমাত্র ধাতু যা স্বাভাবিক তাপমাত্রায় তরল অবস্থায় থাকে-

সোনা
দস্তা
তামা
পারদ

2122. মানুষের গায়ের রং (গাত্রবর্ণ) নির্ভর করে যে উপাদানের উপর-

মেলানিন
সিলিকন
ইনসুলিন
উপরের কোনোটিই নয়

2123. নীচের গ্যাসগুলির মধ্যে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়?

CO2
CH4
O2
CFCs

2124. মানব শরীরে মস্তিষ্কের কাজ হল

চিন্তন
হৃদ্‌স্পন্দনকে নিয়ন্ত্রণ করা
দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা
উপরোক্ত সবগুলো কাজই করা

2125. মিথানোয়িক অ্যাসিড থাকে

টক দুধে
তেঁতুলে
কমলালেবুতে
পিঁপড়ের হুলে

2126. পাতিলেবুর মধ্যে যে অ্যাসিড থাকে, সেটি হল

ল্যাকটিক অ্যাসিড
অক্সালিক অ্যাসিড
সাইট্রিক অ্যাসিড
অ্যাসেটিক অ্যাসিড

2127. এর মধ্যে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় কোন গ্যাস-যা আমাদের বায়ুমণ্ডলে রয়েছে?

অক্সিজেন
জলীয় বাষ্প
নাইট্রোজেন
আর্গন

2128. আমাদের খাদ্যে আয়োডিনের অভাব হলে কোন রোগটি দেখা দেয়?

মায়োপিয়া
গয়টার
স্কার্ভি
অ্যানিমিয়া

2129. নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহঘটিত ধাতু?

তামা
টিন
বক্সাইট
নিকেল

১২/৯/২৪

সেপ্টেম্বর ১২, ২০২৪

ভারতের ধ্রুপদী নৃত্য || CLASSICAL DANCE OF INDIA

 ভারতের  ধ্রুপদী নৃত্য || CLASSICAL DANCE OF INDIA


কুইজ ( COMMENT - এ উত্তর দিন )

সঙ্গীত নাটক অ্যাকাডেমি অনুযায়ী ভারতে মোট কতগুলি ধ্রুপদী নৃত্য আছে ? (How many classical dances are there in India according to Sangeet Natak
Academy ? )

সেপ্টেম্বর ১২, ২০২৪

ভারতের পরিবেশ আইন || Environmental Laws in India || GENERAL KNOWLEDGE

ভারতের পরিবেশ আইন || Environmental Laws in India || GENERAL KNOWLEDGE

নমস্কার বন্ধুরা,
আজ পরিবেশ সংক্রান্ত আইন - এর PDFটি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং বিনামূল্যে প্রদান করছি। কারণ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসেই আসে।