Call Call YouTube WhatsApp Telegram
Our BOOKS All WB Previous Year Questions
Quiz & Mock Test WBP&KP Full Mock Test
Static GK & One-Liners

RECENT

🔎 SEARCH HERE 🔎

১১/১০/২৪

Wbp Gk science Mock Test

 Online Science Previous year Mock Test 


নমস্কার বন্ধুরা,

সোপান একাডেমির পক্ষ থেকে , তোমাদের জন্য আমরা Online Gk QUIZ এর আয়োজন করে থাকি । এই প্রশ্নগুলি পশ্চিম বাংলার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার এসেছে , Psc , Wbp , Kp , Wbcs ইত্যাদি অন্যান্য পরীক্ষার জন্য খুবই উপকারী । প্রত্যহ আমরা কুড়িটি করে প্রশ্ন তোমাদের জন্য নিয়ে আসবো, এই ধরনের মক টেস্ট পর্ব পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও whatsapp গ্রুপে যুক্ত হয়ে যাও ।
Science Mock Test

Science Mock Test



1. নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি লৌহঘটিত ধাতু?
(A) তামা
(B) টিন
(C) বক্সাইট
(D) নিকেল
2. কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়?
(A) ভিটামিন A
(B) ভিটামিন B
(C) ভিটামিন C
(D) ভিটামিন D
3. নিম্নোক্তগুলির মধ্যে কোনটি একটি উদ্ভিদ হরমোন?
(A) ইনসুলিন
(B) থাইরক্সিন
(C) ইস্ট্রোজেন
(D) সাইটোকাইনিন
4. মানুষের চোখের যে অংশটি চোখে আলো প্রবেশ করতে দেয়, সেটি হল
(A) রেটিনা বা অক্ষিপট
(B) Pupil বা অক্ষিতারা
(C) Eye lens বা চোখের লেন্স
(D) কর্নিয়া বা অচ্ছোদপটল
5. বায়ুমণ্ডলের ক্ষুদ্র কণিকার দ্বারা যে রঙটির অতি সামান্যই বিচ্ছুরণ ঘটে সেটি হল
(A) বেগুনি
(B) সবুজ
(C) হলুদ
(D) লাল
6. মানুষের চোখের রেটিনাতে যে প্রতিবিম্ব পড়ে তা হল
(A) অপ্রকৃত এবং উল্টো
(B) প্রকৃত এবং উল্টো
(C) প্রকৃত এবং সিধা
(D) অপ্রকৃত এবং সিধা
7. লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করার জন্য যা দিয়ে পাতলা প্রলেপ দেওয়া হয় (গ্যালভানাইজেশন) তা হল
(A) গেলিয়াম
(B) অ্যালুমিনিয়াম
(C) দস্তা
(D) রুপা
8. চুনের জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে তৈরি হয়
(A) ব্লিচিং পাউডার
(B) বেকিং পাউডার
(C) বেকিং সোডা
(D) কাপড় কাচা সোডা
9. পিছন দিক দেখার জন্য যে আয়না গাড়িতে থাকে তা হল
(A) উত্তল আয়না
(B) সমতল আয়না
(C) বেলনাকার আয়না
(D) অবতল আয়না
10. কমলালেবুতে কৃত্রিম সুগন্ধ আনতে ব্যবহার করা হয়
(A) অ্যামাইল অ্যাসিটেট
(B) আইসোঅ্যামাইল ভ্যালিরেট
(C) মিথাইল বিউটিরেট
(D) অক্টাইল অ্যাসিটেট
11. সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয়
(A) অম্লব্যাধি দূরীকরণে
(B) সাবান উৎপাদনের জন্য
(C) পরিষ্কার করার জন্য
(D) ক্ষারযুক্ত ব্যাটারিতে
12. নিম্নলিখিত আয়নাগুলির মধ্যে দন্ত চিকিৎসক কোনটি ব্যবহার করেন দাঁতের সমস্যা সমাধানে?
(A) অ্যামোনিয়াম
(B) ক্লোরাইড
(C) ফ্লুরাইড
(D) নাইট্রেট
13. পানি ফুটন্ত অবস্থায় যে তাপমাত্রায় রূপান্তরিত হয় তা হল
(A) 0°C
(B) 100°C
(C) 50°C
(D) 150°C
14. পেরিস্কোপ কাজ করে কোন প্রতিফলন নীতির উপর?
(A) অভ্যন্তরীণ প্রতিফলন
(B) বহিরাগত প্রতিফলন
(C) কৌণিক প্রতিফলন
(D) দ্বিগুণ প্রতিফলন
15. মহাকর্ষীয় বলের প্রভাবে বস্তুর ওজন হয়
(A) বৃদ্ধি পায়
(B) কমে যায়
(C) অপরিবর্তিত থাকে
(D) শূন্য হয়ে যায়
16. কোনটিতে জল সবচেয়ে বেশি শোষণ ক্ষমতা রাখে?
(A) বালু
(B) কাদা
(C) মাটি
(D) কাগজ
17. সূর্যের আলোতে রংধনুর কতগুলি রঙ দেখতে পাওয়া যায়?
(A) 5
(B) 7
(C) 9
(D) 10
18. আলোর গতি কত?
(A) 3,00,000 কিমি/সেকেন্ড
(B) 1,50,000 কিমি/সেকেন্ড
(C) 2,00,000 কিমি/সেকেন্ড
(D) 4,00,000 কিমি/সেকেন্ড
19. কোনটি আয়নকরণ বিক্রিয়া দ্বারা সংঘটিত হয়?
(A) তাপ
(B) বৃষ্টি
(C) বিদ্যুৎ
(D) চাপ
20. বাতাসের সর্বাধিক গঠন উপাদান হল
(A) অক্সিজেন
(B) নাইট্রোজেন
(C) কার্বন ডাই অক্সাইড
(D) আর্গন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন