Call Call YouTube WhatsApp Telegram
Our BOOKS All WB Previous Year Questions
Quiz & Mock Test WBP&KP Full Mock Test
Static GK & One-Liners

RECENT

🔎 SEARCH HERE 🔎

৭/৯/২৪

PSC FOOD SI 2024 ALL SHIFT PREVIOUS YEAR QUESIONS SCIENCE MOCK TEST

আপনার নাম দিয়ে কুইজ এ অংশগ্রহণ করুন। মনে রাখবেন  প্রতিটি সঠিক উত্তরের জন্যে 1 Marks  দেওয়া হবে ও ভুল উত্তরের জন্য  -1/4 Marks  কেটে নেওয়া হবে।

 EXAM NAME - PSC FOOD SI 2024 ALL SHIFT

SUBJECT - SCIENCE

NUMBER OF QUESTIONS -20

Mock Test

Mock Test



1. পোলিও রোগ-এর কারণ হচ্ছে

(A) ব্যাকটেরিয়া
(B) ভাইরাস
(C) অ্যান্টি-বায়োটিক
(D) ঔষধ

2. প্লেগ মহামারীর মূল কারণ হল

(A) মশা
(B) ইঁদুর
(C) বাদুড়
(D) পাখি

3. ডঃ মেঘনাদ সাহা ছিলেন একজন প্রখ্যাত

(A) গণিতজ্ঞ
(B) পদার্থবিদ
(C) রসায়নবিদ
(D) ডাক্তার

4. আচার্য জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন বিখ্যাত

(A) গায়ক
(B) কবি
(C) বিজ্ঞানী
(D) রাজনৈতিক নেতা

5. জল-এ যে দুটি রাসায়নিক মৌল আছে-

(A) হাইড্রোজেন এবং ওজোন
(B) হাইড্রোজেন এবং অক্সিজেন
(C) নাইট্রোজেন এবং অক্সিজেন
(D) ক্লোরিন এবং অক্সিজেন

6. ভিটামিন C যে খাদ্যদ্রব্যে পাওয়া যায়-

(A) নিম
(B) পাতিলেবু
(C) দুধ
(D) গাজর

7. বাদুড় রাত্রে পথ-নির্দেশ করে যার সাহায্যে-

(A) চোখ
(B) নাক
(C) প্রতিধ্বনি
(D) ঘ্রাণ

8. কর্ণিয়া দেহের যে অংশে অবস্থিত-

(A) কান
(B) চোখ
(C) নাক
(D) পাকস্থলী

9. গাজর যে ভিটামিন গুণ-এ সমৃদ্ধ-

(A) ভিটামিন B
(B) ভিটামিন C
(C) ভিটামিন A
(D) ভিটামিন D

10. মানব দেহে অস্থির সংখ্যা হল

(A) 205
(B) 206
(C) 204
(D) 203

11. সাধারণ লবণের রাসায়নিক নাম হল

(A) সোডিয়াম ফ্লোরাইড
(B) সোডিয়াম ক্লোরাইড
(C) পটাশিয়াম সায়ানাইড
(D) পটাশ

12. মিনামাটা রোগের কারণ হল

(A) সালফার
(B) নাইট্রোজেন
(C) পারদ
(D) পটাশিয়াম

13. বিশ্ব উষ্ণায়নের জন্য নিম্নলিখিত রাসায়নিক দায়ীঃ

(A) নাইট্রিক অক্সাইড
(B) কার্বন ডাইঅক্সাইড
(C) সালফিউরিক অ্যাসিড
(D) নাইট্রিক অ্যাসিড

14. আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত

(A) ডাক্তার
(B) রসায়নবিদ
(C) পদার্থবিদ
(D) গণিতজ্ঞ

15. নিম্নলিখিত একটি রক্তের গ্রুপ:

(A) M
(B) N
(C) O
(D) P

16. দুধ নিম্নলিখিত খাদ্যগুণে সমৃদ্ধ-

(A) ভিটামিন C
(B) ক্যালশিয়াম
(C) পটাশ
(D) কার্বাইড

17. গাছেরা খাদ্য উৎপাদন করে নিম্নলিখিত প্রক্রিয়ায়

(A) সালোকসংশ্লেষ
(B) উদ্ভিদের শ্বসন
(C) উদ্ভিদের শ্বাস-প্রশ্বাস
(D) উদ্ভিদের বাস্পীভবন

18. সিসমোগ্রাফ যন্ত্রটি যে কাজের জন্য ব্যবহৃত হয়

(A) সুনামি সতর্কীকরণ
(B) ভূকম্পন পরিমাপ
(C) অগ্ন্যুৎপাত
(D) ঘূর্ণি ঝড় সতর্কীকরণ

19. নিম্নলিখিত একটির বৈজ্ঞানিক পরিভাষা Ascorbic Acid

(A) প্রোটিন
(B) শর্করা
(C) ভিটামিন C
(D) ভিটামিন D

20. গুটি বসন্তের টিকার আবিষ্কারকের নাম হল

(A) জোসেফ লিস্টার
(B) রোনাল্ড রস
(C) এডওয়ার্ড জেনার
(D) জোনাস সক

৩০টি মন্তব্য:

  1. Rabijit sandel খুব ভালো লাগলো sir আর ও বেশি প্রাক্টিস সেট চাই🙏🙏🙏

    উত্তরমুছুন
  2. My score is 20 out of 20 , the questions level are too easy to attemp

    উত্তরমুছুন
  3. শুধু দুটো ভুল হয়েছে

    উত্তরমুছুন