আপনার নাম দিয়ে কুইজ এ অংশগ্রহণ করুন। মনে রাখবেন প্রতিটি সঠিক উত্তরের জন্যে 1 Marks দেওয়া হবে ও ভুল উত্তরের জন্য -1/4 Marks কেটে নেওয়া হবে।
Clerkship 2019 – 1st & 2nd Shift
SUBJECT - HISTORY
NUMBER OF QUESTIONS - 11
Mock Test
1. মহাত্মা গাঁধী তাঁর অহিংস অসহযোগ আন্দোলন প্রথম শুরু করেন?
যুক্তরাজ্যেদক্ষিণ আফ্রিকায়
ভারতবর্ষে
জিম্বাবোয়েতে
2. গৌতম বুদ্ধের জন্মস্থান হল
কপিলাবস্তুসারনাথ
বুদ্ধগয়া
লুম্বিনি
3. মহাত্মা গাঁধীকে হত্যা করা হয় 30শে জানুয়ারি
1947 সালে1948 সালে
1949 সালে
1950 সালে
4. পলাশীর যুদ্ধ হয়েছিল
1757 সালে1758 সালে
1857 সালে
1858 সালে
5. নিম্নোক্ত কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়?
মেদিনীপুরদমদম সেন্ট্রাল জেল
মুজাফফরপুর
প্রেসিডেন্সি জেল, কলকাতা
6. আলেকজান্ডার কখন ভারতবর্ষ আক্রমণ করেন?
খ্রিস্টপূর্ব 323-এখ্রিস্টপূর্ব 325-এ
খ্রিস্টপূর্ব 326-এ
খ্রিস্টপূর্ব 327-এ
7. স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন
1890 সালে1892 সালে
1893 সালে
1894 সালে
8. নিম্নে উল্লিখিত ব্যক্তিগণের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন?
দাদাভাই নওরোজীঅ্যালান অক্টেভিয়ান হিউম
উমেশ চন্দ্র ব্যানার্জী
সুরেন্দ্রনাথ ব্যানার্জী
9. স্বাধীন ভারতে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন
ডঃ রাজেন্দ্র প্রসাদসি. রাজাগোপালাচারী
ডঃ বি. আর. আম্বেদকর
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন
10. 1944 সালের 14ই এপ্রিল ব্রিটিশ সেনাবাহিনীকে পরাস্ত করে INA যেখানে ভারতীয় পতাকা উত্তোলন করেছিল সে জায়গার নাম
ইম্ফলময়রাং
কোহিমা
মোরে
11. কোনটি অতীতে পর্তুগীজদের কলোনি ছিল না?
পন্ডিচেরীচন্দননগর
গোয়া
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
Very helpful for competitive exams
উত্তরমুছুন9.75
উত্তরমুছুনScore -8.50
উত্তরমুছুন11 out of 11
উত্তরমুছুন7.25
উত্তরমুছুনKhub sundor ei vabe mock nile
উত্তরমুছুনDarun 8.50
উত্তরমুছুন11
উত্তরমুছুনQ khub e vlo chilo sir ,ar ei vabei proti ti subj e mock nin ,sudhu history nile hobe na baki aro subj gulo mock nin plszz sir
উত্তরমুছুনScore : 10
Khub halp full sir protidin all subjects mock nila valo hoy
উত্তরমুছুনMy score ১১
Thank you
Khub valo
উত্তরমুছুন8.75
উত্তরমুছুন