বিভিন্ন গুরুত্বপূর্ণ ধাতুর আকরিক তালিকা
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধাতুর আকরিক তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন ধাতু ও তাদের আকরিকের নামের তালিকা দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষাতে বক্সাইট এর আকরিকের নাম কি? ডলোমাইট কোন ধাতুর আকরিক? হেমাটাইট কোন ধাতুর আকরিক? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
ধাতু এবং তাদের আকরিক
নং | ধাতু | আকরিক |
---|---|---|
১ | আয়রন | রেড হেমাটাইট, ব্রাউন হেমাটাইট, ম্যাগনেটাইট, আয়রণ পাইরাইট, সিডেরাইট |
২ | জিঙ্ক | জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, জিঙ্কাইট, ফ্রাঙ্কলিনাইট |
৩ | অ্যালুমিনিয়াম | বক্সাইট, গিবসাইট, ক্রায়োলাইট, কোরান্ডাম, অ্যালুনাইট |
৪ | তামা | ম্যালাকাইট, অ্যাজুরাইট, কিউপ্রাইট, কপার গ্লান্স, কপার পাইরাইট |
৫ | ম্যাগনেশিয়াম | ম্যাগনেসাইট, ডলোমাইট, কার্নালাইট, কাইজেরাইট |
৬ | পটাসিয়াম | নাইট্রেট, সিলভাইট |
৭ | রেডিয়াম | পিচব্লেন্ড, রেডিয়াম কার্বনেট |
৮ | রূপা | সিলভার গ্লান্স |
৯ | পারদ | সিনাবার, ক্যালোমেল |
১০ | ক্যালসিয়াম | ডলোমাইট, চুনাপাথর, জিপসাম, লাইমস্টোন, ফ্লুরস্পার, অ্যাপাটাইট |
১১ | ফসফরাস | অ্যাপাটাইট, ফ্লুরোপাটাইট |
১২ | ইউরেনিয়াম | পিচব্লেন্ড, ইউরানিনাইট |
১৩ | টিন | টিন পাইরাইট, কাসিটেরাইট |
১৪ | সীসা | গ্যালেনা, অ্যাঙ্গেলসাইট |
১৫ | ক্রোমিয়াম | ক্রোমাইট |
১৬ | ইউরেনিয়াম | পিচব্লেন্ড |
১৭ | ম্যাঙ্গানিজ | পাইরোলুসাইট |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন