Call Call YouTube WhatsApp Telegram
Our BOOKS All WB Previous Year Questions
Quiz & Mock Test WBP&KP Full Mock Test
Static GK & One-Liners

RECENT

🔎 SEARCH HERE 🔎

৩০/৮/২৪

PSC FOOD SI 1st Shift – 2024 HISTORY QUESTIONS || SOPAN ACADEMY

 


আপনার নাম দিয়ে কুইজ এ অংশগ্রহণ করুন। মনে রাখবেন  প্রতিটি সঠিক উত্তরের জন্যে 1 Marks  দেওয়া হবে ও ভুল উত্তরের জন্য  -1/4 Marks  কেটে নেওয়া হবে।

EXAM NAME -  PSC FOOD SI 1st Shift – 2024 

SUBJECT - HISTORY

NUMBER OF QUESTIONS - 16

 

WhatsApp Follow Our WhatsApp Channel PSC FOOD SI 1st Shift – 2024

PSC FOOD SI 1st Shift – 2024

১. আলমগীর নামে কে পরিচিত ছিলেন?

শাহ জাহান
জাহাঙ্গীর
ঔরঙ্গজেব
আকবর

Correct Answer: ঔরঙ্গজেব

২. "স্বরাজ আমার জন্মগত অধিকার" এই উক্তিটি কার?

গান্ধী
নেহেরু
তিলক
গোখলে

Correct Answer: তিলক

৩. "The Story of My Experiments with Truth" -এর লেখক ছিলেন

নেতাজি সুভাষচন্দ্র বসু
গোপাল কৃষ্ণ গোখলে
মহাত্মা গান্ধী
অরবিন্দ ঘোষ

Correct Answer: মহাত্মা গান্ধী

৪. "আনন্দমঠ"-এর লেখক-এর নাম

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
রাসবিহারী বসু

Correct Answer: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

৫. প্রথম মহিলা শাসক যিনি দিল্লির সিংহাসনে বসেন-

আবেদা
জুবাইদা
রোকেয়া
রাজিয়া

Correct Answer: রাজিয়া

৬. শশাঙ্ক যে অঞ্চলের রাজা ছিলেন সেটি হল

দক্ষিণ ভারত
গুজরাট
গৌড়
মালভূম

Correct Answer: গৌড়

৭. আইহল প্রশস্তি যাঁর সঙ্গে যুক্ত

সমুদ্রগুপ্ত
বিষ্ণুগুপ্ত
দ্বিতীয় পুলকেশিন
রাজেন্দ্র চোল

Correct Answer: দ্বিতীয় পুলকেশিন

৮. সিপাই বিদ্রোহের যেখানে সর্বপ্রথম সূচনা হয়

কানপুর
বারাকপুর
চিৎপুর
মিরপুর

Correct Answer: বারাকপুর

৯. ফা হিয়েন যাঁর রাজত্বকালে ভারতে আসেন

হর্ষবর্ধন
যশোবর্মন
চন্দ্রগুপ্ত মৌর্য
দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

Correct Answer: দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য

১০. পলাশীর যুদ্ধের মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন

মীর কাসিম ও মীর জাফর
সিরাজ-উদ্-দৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
মীর জাফর ও ফরাসি
শাহ আলম ও ইংরেজ

Correct Answer: সিরাজ-উদ্-দৌল্লা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি

১১. পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় যে সালে

1521
1523
1525
1526

Correct Answer: 1526

১২. কৈবর্ত বিদ্রোহের নেতার নাম

পুরু
দিব্য
অর্জুন
হর্ষ

Correct Answer: দিব্য

১৩. মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন

চোল বংশ
চালুক্য বংশ
পল্লব বংশ
পাণ্ড্য বংশ

Correct Answer: পল্লব বংশ

১৪. আকবর নামা'র রচয়িতা ছিলেন

আব্দুল হামিদ
ফাইজি
আবুল ফজল
ফিরোজ শাহ তুঘলক

Correct Answer: আবুল ফজল

১৫. তরাইন-এর প্রথম যুদ্ধের সাল

1192
1191
1205
1206

Correct Answer: 1191

১৬. ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয় যে সালে-

1883
1884
1885
1886

Correct Answer: 1885

২৫টি মন্তব্য:

  1. Marvelous 😍 Please continue all subjects

    উত্তরমুছুন
  2. অনবদ্য প্রয়াস। ধন্যবাদান্তে সোপান একাডেমী।

    উত্তরমুছুন
  3. বাকি প্রশ্নগুলির উপরেও মক টেস্ট চাই।

    উত্তরমুছুন
  4. এরকম আরো মক টেস্ট চাই, খুব ভালো লাগলো

    উত্তরমুছুন
  5. Sir eita continue korun please. Khub sundor sir

    উত্তরমুছুন